1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

মুজিববর্ষ উদযাপনে হোম মিডিয়া এবং এলটিভি বাংলার পরিকল্পনা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২০

বাংলার কাগজ ডেস্ক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ঘোষিত “মুজিব বর্ষ” উদযাপনে মহাপরিকল্পনা প্রনয়ণ করেছে বার্তা ও টেলিভিশন প্যাকেজ অনুষ্ঠান প্রযোজনা সংস্থা হোম মিডিয়া এবং এলটিভি বাংলা। এ উপলক্ষে বছর জুড়ে দেশ-বিদেশে ২৫টি আয়োজনের সিদ্ধান্ত প্রায় চুড়ান্ত হয়েছে। প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা ২০১৮ সালের ৬ জুলাই বাংলাদেশ আওয়ামী লীগের এক যৌথ সভায় জন্মশতবার্ষিকী উপলক্ষে “মুজিববর্ষ” উদযাপনের ঘোষণা দেন। স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠাতা মহান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী আগামী ১৭ মার্চ। তাই সরকার ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৭ মার্চ মুজিববর্ষ উদযাপনের ঘোষণা দিয়ে উচ্চপর্যায়ের দুটি কমিটি গঠন করে। রাষ্ট্রীয়ভাবে “মুজিববর্ষ” উদযাপনে দেশ-বিদেশে ২৯৮ টি স্থানে অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১০২ সদস্যেও জাতীয় উদযাপন কমিটি এবং জাতীয় অধ্যাপক ও নজরুল-গবেষক রফিকুল ইসলামের নেতৃত্বে ৬১ সদস্যের জাতীয় বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে। প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব ড.কামাল অবদুল নাসের চৌধুরী জাতীয় কমিটির সদস্য সচিব এবং বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়কের দায়িত্বে রয়েছেন। এ ছাড়া আ্ওয়ামী লীগ গঠিত “মুজিববর্ষ” উদযাপনে দলীয় সভাপতি জননেত্রী শেখ হাসিনাকে চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে সদস্য সচিব করা হয়েছে। দেশের বাইরেও সাড়ম্বরে উদযাপিত হবে জন্মশতবার্ষিকী ও মুজিব বর্ষের আনন্দ আয়োজন। ইউনেস্কো ও বাংলাদেশের সঙ্গে যৌথভাবে “মুজিববর্ষ” উদযাপনের ঘোষণা দিয়েছে। গত ২৫ নভেম্বর প্যারিসে ইউনেস্কো সদর দফতরে সংস্থার ৪০তম সাধারণ অধিবেশনে সর্বসম্মতভাবে এ সিদ্ধান্ত হয়। ফলে জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন আন্তর্জাতিক রুপ নিয়েছে। গত শুক্রবার বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসে সারাদেশে শুরু হয়েছে জন্মশতবার্ষিকী উদযাপনের ক্ষণগণনা ( কাউন্টডাউন)। বার্তা ও টেলিভিশন প্যাকেজ অনুষ্ঠান প্রযোজনা সংস্থা হোম মিডিয়া, অনলাইন টেলিভিশন চ্যানেল এলটিভি বাংলা, জনপ্রিয় জাতীয় নিউজ পোর্টাল এইচএমনিউজ ২৪ ডটকম, হোম নিউজ ২৪ ডটকম, সিএনএন-অনলাইন ডটকম, ক্লাউড টেকনোলজি, মিলেনিয়াম হিউম্যান রাইটস এন্ড জার্নালিস্ট ফাউন্ডেশন (এমজেএফ) দেশ-বিদেশের বিভিন্ন স্থানে ২৫টি অনুষ্ঠান আয়োজন প্রায় চুড়ান্ত করেছে। এ উপলক্ষে প্রতিষ্ঠান সমূহের প্রধান এবং সংস্থার চেয়ারম্যান বিশিষ্ট সাংবাদিক, লেখক, গবেষক ও টেলিভিশন অনুষ্ঠান নির্মাতা মোল্লা আতাউর রহমান মিন্টু কে “মুজিববর্ষ” উদযাপন কমিটির আহবায়ক এবং সংস্থার সিইও এবং ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট সাংবাদিক, লেখক, গীতিকার ও সুরকার লায়ন মুহাম্মদ রেজাউল হক টিটুকে সদস্য সচিব করে ৬৪ সদস্য বিশিষ্ট বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে।

– প্রেস বিজ্ঞপ্তি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com