নালিতাবাড়ী (শেরপুর): যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মণি’র ৮১তম জন্মদিন পালিত হয়েছে শেরপুরের নালিতাবাড়ীতে। শুক্রবার (৪ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা যুবলীগের উদ্যোগে আওয়ামী লীগের কার্যালয়ে দিবসটি পালন করা হয়।
এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত দোয়া আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের আহবায়ক মেয়র প্রার্থী হাজী জাহাঙ্গীর আলম। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক। অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামী লীগেরদফতর সম্পাদক রেজাউল করিম রেজা, সংস্কৃতি বিষয়ক সম্পাদক সারোয়ার আহমেদ স্বপন, জেলা পরিষদ সদস্য হাফিজুর রহমান খোকন, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক ফায়সাল উদ্দিন সরকার, যুবলীগ নেতা শহিদুল ইসলাম, নুরুস্সাফা, পবন সরকার, বাবলু প্রমুখ। দোয়া শেষে উপস্থিত নেতকর্মীদের মাঝে হাজী জাহাঙ্গীর আলমের পক্ষ থেকে মিষ্টান্ন বিতরণ করা হয়।