নালিতাবাড়ী (শেরপুর) : বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক গোপাল চন্দ্র সরকার তার মা রেনু বালা সরকার (৯৫) এর জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।
শুক্রবার চিকিৎসাধীন মায়ের জন্য তিনি সকলের কাছে দোয়া কামনা করেন। তার মা রেনু বালা সরকার ময়মনসিংহের নেক্সাস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রেনু বালা সরকার নালিতাবাড়ী শহরের বিশিষ্ট ব্যবসায়ী প্রয়াত ধীরেন্দ্র চন্দ্র সরকারের স্ত্রী এবং নালিতাবাড়ী ট্রাক মালিক সমিতির সভাপতি ও সমাজসেবক অরুণ চন্দ্র সরকারের মা। গত বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) বিকেলে রেনু বালা সরকার হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে ময়মনসিংহ নেওয়া হলে তিনি মাইল্ড স্ট্রোক করেছেন বলে জানিয়েছেন চিকিৎসক।