ঢাকা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নীতিমালা না মেনে ১৮ হাজার ১৪৭ শিক্ষক নিয়োগ কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট কামাল হোসেন।
গত ২৪ ডিসেম্বর ১৮ হাজার ১৪৭ জনকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ দিয়ে গেজেট জারি করে সরকার।
পরে গত রোববার নিয়োগ বঞ্চিত প্রার্থী শামীমা সুলতানাসহ ১৬ জন হাইকোর্টে রিট করেন।