রাসেল কবির মুৃরাদ, কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় খেখার খাল পানি ব্যবস্থাপনা দলের আয়োজনে ধানকাটা উৎসব পালিত হয়েছে।
শনিবার দিনব্যাপী বড় বালীয়াতলী ইউনিয়নের চাওপাড়া এলাকায় সমাজ ভিত্তিক কৃষি পানি ব্যবস্থাপনা দলের সদস্যগন সামাজিক দূরত্ব বজায় রেখে মাঠ থেকে ব্লু-গোল্ডের বি-্র৫২ ধানকাটে কৃষকরা। এসময় কৃষকদের মাঝে গামছা, মাস্ক ও হ্যান্ডস্যানিটাইজার বিতরণ করা হয়।
এ ধান কাটা উৎসবের আলোচনা সভায় খেখার খাল পানি ব্যবস্থাপনা দলের সভাপতি জাহাঙ্গীর আলম গাজীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বালিয়াতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্লুগোল্ডের প্রোগাম পটুয়াখালীর জোনাল কো-অর্ডিনেটর এফ এম সোহরাব হোসেন ও ঢাকা থেকে আগত ট্রেনিং এস্কর্পাট এম এ কাসেম। এছাড়াও ধান কাটা উৎসবে ৪৭/৪ পোলডার পানি ব্যবস্থাপনা এসোসিয়েশনের সন্মানিত সদস্যগন, খেখার খাল পানি ব্যবস্থাপনা সদস্যগনসহ ১৩টি পানি ব্যবস্থাপনা দলের সদস্য ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
সবশেষে ধানকাট, হাড়িভাঙ্গা, বস্তা দৌড় প্রতিযোগিতা শেষে বিজয়ী কৃষকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।