শ্রীবরদী (শেরপুর) : আলোচনা সভা, দোয় মাহফিল ও কেক কাটার মধ্য দিয়ে শেরপুরের শ্রীবরদীতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনি’র জন্মদিন পালিত হয়েছে।
শুক্রবার (৪ ডিসেম্বর) রাতে পৌর শহরের শহীদ শাহ্ মুতাসসিম বিল্লাহ বীর বিক্রম স্মৃতি অডিটরিয়ামের সামনে বাংলাদেশ আওয়ামী যুবলীগ শ্রীবরদী উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের সভাপতি লিয়াকত হোসেন লিটন।
উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন- উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক জাহিদুল ইসলাম জুয়েল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রোপন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউল হক রিপন, ভেলুয়া ইউনিয় যুবলীগের সভাপতি হাবিবুর রহমান আরজু, সিংগবরুনা ইউনিয় যুবলীগের আহ্বায়ক হাবিবুর রহমান, গড়জরিপা ইউনিয় যুবলীগের সভাপতি শহিদুর রহমান বাদশা, যুবলীগ নেতা রাশেদুল হক ববি, ছাত্রলীগ নেতা বদরুজ্জামান রাকিব, রাসেল প্রমুখ।
এসময় বিআরডিবি চেয়ারম্যান ফখরুজ্জামান সেলিম, যুবলীগ নেতা দেলোয়ার জাহান শরিফ, পৌর যুবলীগ নেতা শাহিনুর রহমান হৃদয়, মুজাহিদ সরকার সহ উপজেলা ও ইউনিয়ন যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা আসন্ন পৌর নির্বাচনে আওয়ামীলীগের ত্যাগী নেতাদের বাদ দিয়ে কমিটি করে, অনুপ্রবেশকারীদের ভোটের মাধ্যমে পৌরসভার প্রার্থী বাছাইয়ের তীব্র সমালোচনা করেন।