বাংলার কাগজ ডেস্ক: দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব হিসেবে মুহা. আনোয়ার হোসেন হাওলাদারকে নিয়োগ দিয়েছে সরকার। তিনি খুলনার বিভাগীয় কমিশনার হিসাবে দায়িত্বরত ছিলেন।
জনপ্রশাসন মন্ত্রণালয় এই কর্মকর্তাকে সচিব পদে পদোন্নতি দিয়ে ওই পদে নিয়োগ দিয়ে বৃহস্পতিবার আদেশ জারি করে। দুদকের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব চালিয়ে আসা মুহাম্মদ দিলওয়ার বখত ১৭ ডিসেম্বর অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাবেন।