1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১২ পূর্বাহ্ন

কাশ্মীর নিয়ে আবারও রুদ্ধদ্বার বৈঠকে নিরাপত্তা পরিষদ

  • আপডেট টাইম :: বুধবার, ১৫ জানুয়ারী, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : কাশ্মীর ইস্যুতে বুধবার রুদ্ধদ্বার বৈঠকে  বসতে যাচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। সূত্রের বরাত দিয়ে এনডিটিভি অনলাইন এ তথ্য জানিয়েছে।

চীনের চাপের মুখে নিরাপত্তা পরিষদ এ বৈঠক আহ্বান করেছে বলে জানিয়েছে সূত্র। এর আগে মিত্র পাকিস্তানের অনুরোধে একইভাবে বৈঠকের জন্য চাপ দিয়েছিল  চীন।

গত আগস্টে জম্মু ও কাশ্মীরের বিশেষ রাজ্যের মর্যাদা বাতিল করে ভারত। এরপরই নয়া দিল্লির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাতে নিরাপত্তা পরিষদে বিশেষ বৈঠকের অনুরোধ জানিয়েছিল চীন। তবে নিরাপত্তা পরিষদের অন্য সদস্যরা বৈঠকে জানিয়েছিল, কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ ব্যাপার। এ ব্যাপারে নিরাপত্তা পরিষদের কিছু করার নেই।

ভারত অবশ্য আশা করছে এবারের বৈঠকেও একই অবস্থা  হবে। এর কারণ হচ্ছে, মোদি সরকারের মিত্র ট্রাম্প প্রশাসন সাফ জানিয়েছে, কাশ্মীর সমস্যা ভারতের অভ্যন্তরীণ ব্যাপার। ফ্রান্সও তাদের আগের অবস্থান পরিবর্তন করবে না বলে জানিয়েছে। এছাড়া মিত্র রাশিয়া কিংবা যুক্তরাজ্য যে ভারতের পক্ষেই থাকবে তাও নিশ্চিত করেছে নয়া দিল্লি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com