ঢাকা: বিপুল পরিমাণ অবৈধ অর্থ লেনদেনের অভিযোগে লক্ষ্মীপুর-২ আসনের সংসদ কাজী শহিদুল ইসলাম পাপুল, শালিকা, মেয়েসহ ৮ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ( সিআইডি)। মঙ্গলবার (২২ ডিসেম্বর) সিআইডির সহকারী পুলিশ সুপার (অর্গানাইজ ক্রাইম) আলামিন বাদী হয়ে রাজধানীর পল্টন থানায় মানিলন্ডারিং আইনে এই মামলা দায়ের করেন।
সিআইডির সিনিয়র এএসপি জিসানুল হক জিসান বলেন, ‘এজাহারভুক্ত ছাড়াও আরও ৪/৫ অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। যারা বিভিন্ন সময় মানবপাচারের আড়ালে নিজস্ব প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে বিপুল পরিমাণ টাকা লেনদেন করেছেন। তদন্ত করে আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেওয়া হবে।’
এজাহারে বলা হয়েছে, আসামিরা মানবপাচারকারী চক্র। তারা বিভিন্ন সময় ৩৮ কোটি ২৩ লাখ ৪০ হাজার ৫৬৭ টাকা অবৈধভাবে আয় করেছেন। যার সঙ্গে পাপুল ও তার মেয়ের প্রতিষ্ঠান জড়িত।