1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৭:১৫ অপরাহ্ন

এমপি পাপুলসহ ৪ জনের ৬১৩ ব্যাংক হিসাব ফ্রিজে দুদকের চিঠি

  • আপডেট টাইম :: বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০

অপরাধ ও দুর্নীতি ডেস্ক : লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস‌্য (পাপুল) কাজী সহিদ ইসলাম পাপুলসহ  ৪ জনের ৬১৩টি ব্যাংক হিসাব ফ্রিজ করতে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আদালতের অনুমতি নিয়ে বুধবার (২৩ ডিসেম্বর) দুদকের তদন্ত কর্মকর্তা (উপ-পরিচালক) মো. সালাহউদ্দিন স্বাক্ষরিত চিঠি বাংলাদেশ ব্যাংকে পাঠানো হয়েছে।

চিঠিতে, তার স্ত্রী এমপি সেলিনা ইসলাম, শ্যালিকা জেসমিন প্রধান ও মেয়ে ওয়াফা ইসলামের ‌ব‌্যাংক হিসাব ফ্রিজ করতে ৮ ব্যাংকের এমডিকে এ বিষয়ে নির্দেশনা দেওয়ার অনুরোধ করা হয়েছে।

এজাহারে উল্লেখ‌ করা হয়েছে,  প্রতিষ্ঠানের আড়ালে জেসমিন প্রধানের ৫টি হিসাবের মাধ্যমে ২০১২ সাল থেকে ২০২০ পর্যন্ত লন্ডারিং হয় ১৪৮ কোটি টাকা। অথচ মাত্র বয়স ২৩ বছর বয়সী জেসমিনে নিজের কোনো আয়ের উৎস নেই। অন্যদিকে, এফডিআর হিসাবের ২ কোটি ৩১ লাখ ৩৭ হাজার ৭৩৮ টাকার কোনো উৎস পাপুরের শ্যালিকা জেসমিন দাখিল করতে পারেননি।

প্রসঙ্গত, চলতি বছরের  ৬ জুন রাতে কুয়েতের মুশরেফ আবাসিক এলাকা থেকে এমপি পাপুলকে গ্রেপ্তার করে দেশটির অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com