1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ১১:২৬ পূর্বাহ্ন

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

  • আপডেট টাইম :: বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০

মানিকগঞ্জ: মানিকগঞ্জ সদর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছেন। এর মধ্যে দুজন উপজেলার হিজুলী এলাকায় এবং অপর ব্যক্তি মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় নিহত হয়েছেন।

বুধবার (৩০ ডিসেম্বর) বিকেলে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান এবং গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বলেন, ‘সকালে একটি পিকআপ করে কাজে যাচ্ছিলেন কয়েকজন নির্মাণ শ্রমিক। এসময় উপজেলার হিজুলী এলাকায় নির্মাণ শ্রমিকবাহী পিকআপটি উল্টে যায়। সেসময় ওই পিকআপের নিচে চাপা পড়ে সদর উপজেলার গাবতলী এলাকার আলতু মিয়ার ছেলে আলম মিয়া (৪০) এবং একই এলাকার মোসলেম উদ্দিনের ছেলে সিদ্দিক (৪০) মিয়ার মৃত‌্যু হয়।’

এদিকে গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ‘দুপুর দেড়টার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অজ্ঞাত একটি যানবাহনের চাপায় আজিজুর রহমান (৪৬) নামে এক মোটরসাইকেল চালক নিহত হন। আজিজুর রহমান টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার ফাইজপুর গ্রামের মৃত আইজুদ্দিনের ছেলে।’

আজিজুর রহমানের মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতালে রাখা হয়েছে বলে জানান ওসি মনিরুল ইসলাম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com