বিনোদন ডেস্ক : বাংলা গানের যুবরাজ খ্যাত কণ্ঠশিল্পী আসিফ আকবরের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন আরেক স্বনামধন্য গায়িকা। ময়মনসিংহে মামলাটি দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন আসিফ আকবর।
বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকালে আসিফ তার ফেসবুকে একটি বিড়ালের ছবি পোস্ট করে দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন। মামলার বিষয়টি জানিয়ে আসিফ লিখেছেন, ‘বছরের শেষ দিনে আদালতের সমন পেলাম। কোনো একজন স্বনামধন্য গায়িকা মামলাটি করেছেন। এখনো মামলার কপি উত্তোলন করিনি, তাই সঠিকভাবে কোনো তথ্য দিতে পারছি না। এতটুকু জানি, ময়মনসিংহ গিয়ে মামলা ফেস করতে হবে। হাতে কিছু সময় আছে। এদিকে কপিরাইট অফিসের যাদুতে মুগ্ধ আমি। তাদের ভুলভাল দিকনির্দেশনা এখন গলার ফাঁস হয়ে গেছে। ওখানেও অযাচিত ঝামেলায় জড়াতে হচ্ছে। এসব ঝামেলা কখনো চাইনি, চাইও না। আপাতত ভূক্তভোগী তবে জয় নিশ্চিত ইনশাআল্লাহ।’
সহজাত অভ্যাসের বাইরে গিয়ে মানুষের অসহনীয় অত্যাচার সহ্য করছেন আসিফ। বিষয়টি উল্লেখ করে আসিফ লিখেছেন, ‘মামলা আমার ভালো লাগে না। আবার রাশি গন্ডগোলে মুক্তির উপায়ও একমাত্র যুদ্ধ। যতই লুকিয়ে বেড়াতে চাই ততই আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে অযাচিত ঝামেলাগুলো। আমার বিরুদ্ধে কোনোরকম অপরাধ প্রমাণ করার কিছু আছে তা আপাতদৃষ্টিতে দেখি না। কোটকাচারি লম্বা চওড়া প্রক্রিয়া। রসদ আছে প্রচুর, মামলা আমিও করতে পারি, কারো বিরুদ্ধে এসব প্ল্যান নিয়ে ভাবার সময়ও নাই। সেক্ষেত্রে আরেক পক্ষের দাবড়ানি সহ্য করাটাই শ্রেয় মনে করেছি। আমি মামলা দিলে মানুষ বলবে, এগুলো আসিফের সাথে যায় না। অসহনীয় অত্যাচার সহ্য করে যাচ্ছি সহজাত অভ্যাসের বাইরে গিয়ে। এখন আমার অনেক ধৈর্য্য, তবে এটা দুর্বলতা নয়।’
মামলার মতো ঝামেলায় বারবার কেন জড়াচ্ছেন আসিফ? অন্যদের মতো এ প্রশ্ন আসিফেরও। এ বিষয়ে আফিস আকবর লিখেছেন, ‘আমি নিজেও বিরক্ত এবং বিব্রত। সত্য কথা বলার সাহস রাখুন, ঝামেলা হবে আপনার নিশ্চিত বন্ধু। সব সুবিধা নিয়ে মুখ বন্ধ রাখুন, কাপুরুষের মতো মৃত্যুস্বাদ গ্রহণ করুন। আরো একদিন আমি জিতবো, বারবার জিতেই যাবো পুরোনো অভ্যাসে। একটু লম্বা সময় নিতে হবে এই যা, ধৈর্য্য তো ধরতেই হবে। মাঝেমাঝে মনে হয়ে সুলতান বাদশাহ সম্রাটদের আমলে থাকলে এতো সময় নষ্টই হতো না।’