আন্তর্জাতিক ডেস্ক : চীনের মধ্যাঞ্চলীয় শহর উহানে রহস্যজনক ভাইরাসে আক্রান্ত হয়ে দ্বিতীয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সম্প্রতি অজানা ওই ভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে প্রথম কোনো মানুষের মৃত্যু হয়েছিল। স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাতে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানের এক অনলাইন প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী উহান মিউনিসিপাল হেলথ কমিশন ঘোষণা দিয়েছে, মূত্রাশয়-সম্বন্ধীয় অস্বাভাবিকতা ও একাধিক অঙ্গে গুরুতর ক্ষত নিয়ে ৬৯ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। কিন্তু গত ১৫ জানুয়ারি তার মৃত্যু হয়েছে। নিউমোনিয়া সংশ্লিষ্ট নতুন এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত অন্তত ৪১ জন চিকিৎসা নিয়েছেন।
গত বৃহস্পতিবার জাপানে ৩০ বছর বয়সী এক ব্যক্তি এই ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। এদিকে থাইল্যান্ডে চীনা এক নারী রহস্যজনক এই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) সতর্ক করে বলেছে, যেকোনো সময় এই ভাইরাস গোটা বিশ্বে ছড়িয়ে পড়তে পারে।
বৃহস্পতিবার উহান হেলথ কমিশন বলে, রহস্যজনক এই ভাইরাসে অনেকে আক্রান্ত হয়েছিলেন। তাদের মধ্যে ১২ জন হাসপাতাল থেকে ছাড়া পেলেও পাঁচজন এখনও চিকিৎসা নিচ্ছেন, যাদের অবস্থা বেশ গুরুতর। এছাড়া জাপান ও থাইল্যান্ডে আরও দুজনকে শনাক্ত করা হয়েছে।
উহান কর্তৃপক্ষ জানিয়েছে, সামুদ্রিক খাবারের এক বাজার থেকে এই রোগ ছড়িয়েছে। গত ১ জানুয়ারি ওই বাজার বন্ধ করে দেয়া হয়। বিগত চীনা চান্দ্রবর্ষের আগে আগে এই রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। মূলত দেশের জাতীয় ওই উৎসবে চীনের ১৪০ কোটি মানুষ তাদের নিজ শহর ছেড়ে অন্যত্র ঘুরতে যায়।