বরিশাল: বরিশাল নগরীর শিক্ষানবীশ আইনজীবী রেজাউল করিমকে (৩০) গোয়েন্দা পুলিশের নির্যাতনে মৃত্যুর অভিযোগ এনে হত্যা মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (৫ জানুয়ারি) নিহতের বাবা ইউনুচ মুন্সি এই মামলা দায়ের করলে বিকেলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মামলাটি আমলে নেন।
অপরদিকে, পুলিশের গঠন করা তদন্ত টিম তাদের কার্যক্রম শুরু করেছে।
গত ২ জানুয়ারি শনিবার দিবাগত মধ্যরাতে রেজাউল ইসলামের অতিরিক্ত রক্তক্ষরণে শেরে বাংলা মেডিক্যালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এই মৃত্যু পুলিশের নির্যাতনে হয়েছে বলে স্বজন ও এলাকাবাসী দাবি করেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদী পক্ষের আইনজীবী আবুল কালাম আজাদ।
আইনজীবী আবুল কালাম আজাদ জানান, এটি একটি চাঞ্চল্যকর মামলা। পুলিশের নির্যাতন ও হেফাজতে রেজাউলের মৃত্যু হয়েছে। তারা দণ্ডবিধির ৩০২/ ৩৪ ধারায় মামলা করেছেন। আদালতের কাছে ন্যায় বিচার পাবেন বলে প্রত্যাশা করেন তিনি।
এদিকে, তদন্ত কমিটির প্রধান উপ-পুলিশ কমিশনার মো. মোক্তার হোসেন বলেন, ‘আমরা ঘটনার তদন্ত করছি। তদন্ত শেষে প্রতিবেদন প্রকাশ করা হবে। সন্তান হারিয়ে রেজাউল করিমের মা-বাবা ইউনুচ মুন্সি ও জেসমিন বেগম ছেলে হত্যার সঠিক বিচার দাবি করেছেন।’
উল্লেখ্য, গত ২৯ ডিসেম্বর নগরীর সাগরদী এলাকা নিজ বাসার সামনে থেকে গোয়েন্দা পুলিশের একটি দল রেজাউলকে আটক করে নিয়ে যায়। এর চার দিন পর তার মৃত্যু হয়।