1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৬:১২ অপরাহ্ন

সিলেটে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত, ট্রাকে আগুন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০২১

সিলেট: সিলেট নগরের ফাজিলচিশত এলাকায় ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর এবং দুটি ট্রাকে আগুন দিয়েছে।

সোমবার (১১ জানুয়ারি) রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নগরের ফাজিশচিশত এলাকার বাসিন্দা লুৎফুর এবং বনকলাপাড়া এলাকার বাসিন্দা সজিব। তারা দু’জনেই ছাত্রদলের সক্রিয় কর্মী।

এরপরই উত্তেজিত জনতা সড়কে অবস্থান নিয়ে প্রায় অর্ধশতাধিক গাড়ী ভাঙচুর এবং দুটি ট্রাকে আগুন দেন। খবর পেয়ে দমকল বাহিনীর একটি ইউনিট সেখানে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া অ্যান্ড কমিউনিটি সার্ভিস) বিএম আশরাফ উল্যাহ তাহের এ তথ্য নিশ্চিত করে জানান, ‘ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী মারা গেছেন। দুর্ঘটনার পরপরই ট্রাক চালককে আটক করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।’

উল্লেখ্য, সিলেটের ভোলাগঞ্জ পাথর কোয়ারী এলাকা থেকে পাথরবাহী ট্রাক নগরের আম্বরখানা হয়ে টুকেরবাজার তেমুখী পয়েন্টে গিয়ে শাহজালাল তৃতীয় সেতু পার হয়ে দেশের বিভিন্ন অঞ্চলে যাতায়ত করে।

এ কারণে বিমানবন্দর থেকে টুকেরবাজার পর্যন্ত বিভিন্ন সময়ে ট্রাকচাপায় একাধিক হতাহতের ঘটনা ঘটেছে। দুর্ঘটনা বন্ধে বিকল্প সড়ক হিসেবে বিমানবন্দর থেকে বাদাঘাট হয়ে বাইপাস সড়ক নির্মাণের দাবি জানিয়ে আসছেন সিলেটবাসী। সম্প্রতি মন্ত্রণালয়ের একটি দল ওই পথ পরিদর্শনও করে গেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com