ঢাকা: ‘বছরে সারাবিশ্বে পোশাক শিল্পের বাজার ৯০০ বিলিয়ন ডলার। অথচ আইসিটি খাতের বার্ষিক চাহিদা চার ট্রিলিয়ন ডলার। আমরা এখাতে এক বিলিয়ন ডলার থেকে ৩৪ বিলিয়ন ডলারে পৌঁছে গেছি। পোশাক শিল্পের মতোই আমরা আইসিটি খাতে সক্ষমতা অর্জন করতে পারব।’
শনিবার রাজধানীর শেরে বাংলানগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘ডিজিটাল বাংলাদেশ মেলা ২০২০ বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রযুক্তির মহাসড়কে’র সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার এবং স্বাগত বক্তব্য রাখেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. নূর উর রহমান ।
অর্থমন্ত্রী বলেন, ‘আমাদের বিশাল কর্মক্ষম যুব সমাজের সুযোগ রয়েছে। এই সেক্টরে লাভবান হওয়ার সম্ভাবনা তাই অনেক বেশি। আমাদের তরুণ সমাজ মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশের উত্তরাধিকারী। তাদের রয়েছে মহান মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা। আমার দৃঢ় বিশ্বাস, তারা ব্যর্থ হবে না। দেশের যুব সমাজ পরাজিত হবে না।’
তিনি বলেন, “ডিজিটাল বাংলাদেশের ধারণা প্রধানমন্ত্রী ও সজিব ওয়াজেদ জয়ের নিকট থেকে এসেছে। এটা আর স্বপ্ন নয়, বাস্তবে ধরা দিয়েছে। এটা সারাদেশে অগ্রগতিতে এগিয়ে যাচ্ছে। ৫জি শিগগরিই বাস্তবে রূপান্তর হবে।’
‘প্রথম শিল্প বিপ্লব ইংল্যান্ডে শুরু হয়। প্রথম শিল্প বিপ্লকে আমরা ফেইল করেছি, দ্বিতীয় শিল্প বিপ্লবও আমরা অংশগ্রহণ করতে পারি নাই। তৃতীয় শিল্প বিপ্লব চলমান, কিছু কিছু ক্ষেত্রে অংশ গ্রহণ করছি। চতুর্থ শিল্প বিপ্লব নলেজ বেইজড সব কিছুই পরিবর্তন আসবে টেকনোলজির মাধ্যমে। চতুর্থ শিল্প বিপ্লবে বাংলাদেশের স্বগৌরব উপস্থিতি থাকবে।”