আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে করোনাভাইরাসের নতুন রূপ। যেটি সাধারণ করোনার চেয়ে অনেক বেশি সংক্রামক ও প্রাণঘাতী। অবশ্য এ পর্যন্ত আবিষ্কৃত টিকাগুলো নতুন করোনার বিরুদ্ধেও কার্যকর।
তবে বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সুখবর দিয়েছে রাশিয়া। তারা নতুন করোনা শনাক্তের কিট আবিষ্কার করেছে। এমনটাই জানিয়েছেন দেশটির স্বাস্থ্যসেবা ওয়াচডগ প্রধান আন্না পেপোভা।
রাশিয়ায় গেল ২৪ ঘণ্টায় ১৯ হাজার ১৩৮ জন নতুন করে আক্রান্ত হয়েছে। মারা গেছে ৫৭৫ জন। এ পর্যন্ত দেশটিতে মোট ৩৮ লাখ করোনার রোগী শনাক্ত হয়েছে। মারা গেছে ৭৬ হাজার ৬৫১ জন।