শেরপুর : শেরপুরে মৃগী নদীতে মাছ ধরতে গিয়ে উসমান মিয়া (৪২) নামে এক কৃষদের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার হালগড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত উসমান নকলা উপজেলার বাছুর আলগা গ্রামের মৃত আজিমদ্দিনের ছেলে।
সূত্র জানায়, দুপুরে বাছুর আলগা গ্রামের কৃষক উসমান পার্শ্ববর্তী শেরপুর সদর উপজেলাধীন হালগড়া গ্রামস্থ মৃগী নদীতে মাছ ধরতে যায়। মাছ ধরা অবস্থায় হঠাৎ অচেতন হয়ে পানিতে ভেসে উঠলে প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে শেরপুর সদর থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।