শেরপুর : আগামী ১৪ ফেব্রুয়ারি চতুর্থ ধাপে অনুষ্ঠেয় শেরপুর ও শ্রীবরদী পৌরসভা নির্বাচনে অংশগ্রহণকারী প্রতিদ্বন্দ্বী মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলর প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে জেলা নির্বাচন অফিসের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরীসহ অনেকে।
সভায় শেরপুর পৌরসভার মেয়র ৭জন, কাউন্সিলর ৪৯ ও সংরক্ষিত কাউন্সিলর ১৮জন এবং শ্রীবরদী পৌরসভায় মেয়র ৪জন, কাউন্সিলর ৩২জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।