নালিতাবাড়ী (শেরপুর) : নবনির্বাচিত নালিতাবাড়ী পৌর পরিষদের সদস্যদের সংবর্ধনা দিয়েছে নালিতাবাড়ীর ব্যবসায়ী ও বিভিন্ন পেশাজীবি ৬১ সংগঠনের নেতৃবৃন্দ। শুক্রবার বিকেলে শহরের নিলামপট্টি সড়কে সম্মিলিত ব্যবসায়ী সমিতির আয়োজনে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
সম্মিলিত ব্যবসায়ী সমিতির সভাপতি অরুণ চন্দ্র সরকারের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত ও বর্তমান মেয়র আবু বক্কর সিদ্দিক। অন্যান্যের মধ্যে নবনির্বাচিত কাউন্সিলর বকুল মিয়া, জালাল উদ্দীন, নজরুল ইসলাম, সুরঞ্জিত সরকার বাবলু, আনোয়ার হোসেন, শফিকুল মোকরেজ সোহেল, মোরাদ হোসেন টেটন, জহুরুল হক, সোলায়মান ও সংরক্ষিত নারী কাউন্সিলর মালা রানী সাহা, পারভিন এবং রোমেছা বেগম ললিতা অতিথি হিসেবে সংবর্ধনা গ্রহণ করেন।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক, যুগ্ম-সাধারণ সম্পাদক যোগেন রায়, ওয়াজ কুরুনি, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ বকুল, অর্থ বিষয়ক সম্পাদক গোপাল চন্দ্র সরকার, প্রচার সম্পাদক সুরুজ্জামান, উপ-প্রচার সম্পাদক তাকিজুল ইসলাম তারা, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান প্রমুখ।
এসময় আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন- শিল্প ও বণিক সমিতির সভাপতি নুরুল আমীন, নাকুগাঁও আমদানি রফতানি কারক সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল, যুগ্ম-সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম জুয়েল, ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক শামছুল আলম সওদাগর, বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, চেতনার সভাপতি দলিল উদ্দিন, সার ব্যবসায়ী সমিতির পরিচালক নূর রহমান, সাধারণ সম্পাদক সানাউর রহমান, কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি নুরুল ইসলাম, আবু সিনা মোহাম্মদ জোবায়ের, পুস্তক ব্যবসায়ী মামুন, শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কামরুল হাসান জাবেদ, ইলেক্ট্রনিক্স ব্যবসায়ী নয়ন মিয়াসহ বিভিন্ন ব্যবসায়ী নেতৃবৃন্দ।
সংবর্ধনা অনুষ্ঠান পরিচালনা করেন সাবেক কৃষক লীগ নেতা আনোয়ারুল মঞ্জিল।