শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদী সীমান্ত থেকে আক্রাম হোসেন (৩০) নামে এক যুবককে আটক করে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শনিবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে হারিয়াকোনা সীমান্তের ১০৯৫ নং পিলার অতিক্রম করায় তাকে আটক করা হয়েছে বলে জানানো হয়েছে বিএসএফ এর পক্ষ থেকে। আক্রাম হোসেন হারিয়াকোনা গ্রামের জহুর আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে কর্ণঝোড়া বিজিবি ক্যাম্পের কমান্ডার হাবিলদার আব্দুল লতিফ জানান, শনিবার দিবাগত মধ্যরাতে রহস্যজনক কারণে আক্রাম হোসেন সীমান্তের ১০৯৫ নং পিলারের কাছে গেলে বিএসএফ তাকে আটক করে। পরে রবিবার এ নিয়ে দু’দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক হয়। বৈঠকে বিএসএফ এর পক্ষ থেকে জানানো হয়, আন্তর্জাতিক সীমানা আইন লংঘনের অভিযোগে আক্রামকে আটক করে ভারতীয় দন্ডবিধি অনুয়ায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে। এ ঘটনার পর থেকে সীমান্তে দু দেশের সীমান্তরক্ষীদের টহল জোরদার করা হয়েছে।