1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৭:৫৭ অপরাহ্ন

শেরপুরে কোভিড-১৯ টিকা প্রদান কর্মসূচীর উদ্বোধন

  • আপডেট টাইম :: সোমবার, ৮ ফেব্রুয়ারী, ২০২১

স্টাফ রিপোর্টার: শেরপুরে (৭ ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১১ টায় জেলা হাসপাতালে কোভিড-১৯ এর প্রতিষেধক টিকা দেয়া কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শেরপুর-১ আসনের এমপি ও জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক এ কর্মসূচির উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আনারকলি মাহবুব, সিভিল সার্জন আনোয়ারুর রৌফ, পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরীসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীসহ নানা পেশার লোকজন। স্থানীয় সরকারের উপ-পরিচালক (ডিডিএলজি) এটি এম জিয়াউল ইসলাম পুরুষদের মধ্যে সর্বপ্রথম টিকা গ্রহণ করেন অন্যদিকে মেয়েদের মধ্যে হুইপ কন্যা ডাঃ শারমিন রহমান অমি কোভিড এর টিকা প্রথম গ্রহণ করেন। সিভিল সার্জনের তথ্য মতে এখন পর্যন্ত ১হাজার ৬শ জন রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করেন। তার মধ্যে রবিবার ২শ জনকে আজ টিকা দেয়া হবে।
অপরদিকে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে কোভিড-১৯ এর প্রতিষেধক টিকা দেয়া কর্মসুচির উদ্ভোধন করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, মেয়র হাফিজুর রহমান লিটন, ওসি মো. মুশফিকুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. গোলাম মোস্তফা, মুভিবাংলা টেলিভিশনের জেলা প্রতিনিধি ও নকলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিউল আলম লাভলুসহ নানা পেশার লোকজন। নকলা হাসপাতালের ডেন্টাল সার্জন নাজমুস সাকিব পুরুষদের মধ্যে সর্বপ্রথম টিকা গ্রহণ করেন এবং অন্যদিকে মেয়েদের মধ্যে ডাঃ তানজিলা মাহবুব কোভিড এর টিকা প্রথম গ্রহণ করেন।
নকলা হাসপাতালের তথ্যমতে গতকাল পর্যন্ত ১শ ৭২জন রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করেন। তার মধ্যে রবিবার ১০ জনকে টিকা দেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com