বাংলার কাগজ ডেস্ক : শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আরও বাড়বে, না কি ক্লাস চালু করা হবে সে বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে আজ শনিবার।
কোভিড-১৯ এর কারণে প্রায় ১১ মাস ধরে বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান। সর্বশেষ বর্ধিত ছুটির মেয়াদ শেষ হচ্ছে আগামী রোববার পর্যন্ত (১৪ ফেব্রুয়ারি)। ছুটি আরও বাড়বে কি না এ বিষয়ে আজ শনিবার সিদ্ধান্ত নিতে পারে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায় বলেন, ছুটি বাড়বে না স্কুল খুলবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত আমি জানি না। তবে সিদ্ধান্ত আজ আসতে পারে। যে কারণে এখনো বসে অপেক্ষা করছি। সিদ্ধান্ত পাওয়া মাত্র গণমাধ্যমে জানিয়ে দেয়া হবে।
মহামারির প্রকোপ কিছুটা কমে আসায় এবং এ বছরের এসএসসি পরীক্ষার্থীদের প্রস্তুতির কথা বিবেচনা করে গত ২৩ জানুয়ারি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) স্কুল-কলেজের অধ্যক্ষদের কাছে চিঠি পাঠায়। চিঠিতে মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খোলার প্রস্তুতি নিতে নির্দেশনা দেওয়া হয়।
এরপর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরও বিদ্যালয় খোলার প্রস্তুতি নিতে সব বিদ্যালয়ে আদেশ জারি করে। কিন্তু সর্বশেষ দুই মন্ত্রণালয় ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটি বর্ধিত করে বিজ্ঞপ্তি প্রকাশ করে।
স্কুল খোলার বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহাম্মদ মনসুরুল আলম জানান, সরকারি সিদ্ধান্তের ওপর শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নির্ভর। তবে যখনই বিদ্যালয় খোলার ঘোষণা আসুক না কেন আমাদের সব বিদ্যালয়ে প্রস্তুতি নেওয়া আছে।