1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১২:২২ পূর্বাহ্ন

দর্শকদের কাছে অনেক দোয়া আর ভালোবাসা চাই : আসমা ঝিলিক

  • আপডেট টাইম :: সোমবার, ২০ জানুয়ারী, ২০২০

বিনোদন প্রতিনিধি: বর্তমান সময়ে জনপ্রিয় অভিনেত্রী আসমা ঝিলিক। যিনি তার অভিনয় দিয়ে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছে। অভিনয়ের পাশাপাশি তিনি এখন পড়াশোনা নিয়ে ব্যাস্ত। চাঁদপুরের মেয়ে আসমা ঝিলিক। মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত  মেহেদী হাসান পরিচালিত সিনেমা “আগুনে পোড়া কান্না”। আর বর্তমানে কাজ করছেন মোহাম্মদ আসলাম পরিচালিত “সমাধান”। নিরঞ্জন বিশ্বাসের “জানেমান” আর সত্যরঞ্জন রোমান “আবার বৃষ্টি এলো”। এছাড়া আরো অনেক কাজ নিয়ে ব্যস্ত এই অভিনেত্রী। তার বর্তমান অবস্থা আর ভবিষ্যত পরিকল্পনা নিয়ে কথা হয়। সাক্ষাৎকারটি নিয়েছেন আমাদের প্রতিনিধি মারুফ সরকার। পাঠকদের জন্য কথোকপনের চুম্বক অংশ তুলে ধরা হলো।
মারুফ সরকার : কেমন আছেন?
আসমা ঝিলিক : আল্লাহর রহমতে ভালো আছি
মারুফ সরকার : অভিনয়ের ক্ষেত্রে  কেমন সাড়া পাচ্ছেন দর্শকদের কাছ থেকে?
আসমা ঝিলিক : যতটুকু কাজ করছি আলহামদুলিল্লাহ তার মধ্যে ভালোই সাড়া পাচ্ছি।
মারুফ সরকার : কোন অভিনয় আপনার সবচেয়ে ভালো লাগে ?
আসমা ঝিলিক : কাজের ক্ষেত্রে সব অভিনয় ভালো লাগে।
মারুফ সরকার : কবে থেকে অভিনয়ের  সাথে যুক্ত হয়েছেন ?
আসমা ঝিলিক : ছোট থেকেই নাচ শিখতাম, তখন থেকেই মিডিয়াতে।
মারুফ সরকার : এখন কি কি কাজ নিয়ে ব্যাস্ত সময় পার করছেন ?
আসমা ঝিলিক : মুক্তির অপেক্ষায় আছে মেহেদী হাসান পরিচালিত সিনেমা”আগুনে পোড়া কান্না”। কাজ করছি মোহাম্মদ আসলাম পরিচালিত”সমাধান”। নিরঞ্জন বিশ্বাসের “জানেমান” সত্যরঞ্জন রোমান “আবার বৃষ্টি এলো”।
মারুফ সরকার : কার অনুপ্রেরণাই মিডিয়া জগতে আসা ?
আসমা ঝিলিক : সর্বপ্রথম মা আর বড় বোনের কথা বলবো,তাদের কারনেই আজ এই পর্যন্ত আশা। এছাড়াও আমার পরিবারের সবাই আমার কাজের ব্যাপারে খুব ভালো রেসপন্স করে।
মারুফ সরকার : আপনার উল্লেক্ষযোগ্য কিছু কাজের নাম বলেন ?
আসমা ঝিলিক : শিশুশিল্পী হিসেবে কিছু কাজ করেছিলাম,আমার মুক্তিপ্রাপ্ত সিনেমা সাকিব খানের সাথে “রংবাজ”। এরমধ্যে কিছু মিউজিক ভিডিও রিলিজ হয়েছে।
মারুফ সরকার : অভিনয়ে আপনার কোনো সুখের স্মৃতি আছে কি ?
আসমা ঝিলিক : কাজের সময় অনেক স্মৃতি তৈরি হয়ে যায়,কিন্তু এই মুহুত্বে মনে আসছে না।
মারুফ সরকার : কোন অভিনেতার সাথে কাজ করতে আপনার সবচেয়ে বেশি ভালো লাগে?
আসমা ঝিলিক : যাদের সাথে কাজ করি কাজের সময় তারা সবাই খুব হেল্প করে।তাই সবার সাথেই কাজ করতে ভালো লাগে।
মারুফ সরকার : আপনার গ্রামের বাড়ি আর পড়াশোনা কি?
আসমা ঝিলিক : আমার জন্মস্থান নারায়নণগঞ্জ, গ্রামের বাড়ি  চাঁদপুর। আমি বেগম বদরুন্নেসা মহিলা কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী।
মারুফ সরকার : আপনার ভবিষ্যত পরিকল্পনা কি অভিনয় নিয়ে।
আসমা ঝিলিক : ভালো একজন অভিনেত্রী হতে চাই।
মারুফ সরকার : সর্বশেষ দর্শকদের উদ্দেশে কিছু বলেন ?
আসমা ঝিলিক : দর্শকদের কাছে অনেক অনেক দোয়া আর ভালোবাসা চাই।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com
error: Content is protected !!