1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৯:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

রেলওয়ের পোষ্য ও শ্রমিক-কর্মচারীদের অধিকার গলাটিপে হত্যা করা হয়েছে

  • আপডেট টাইম :: বুধবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২১
প্রেস বিজ্ঞপ্তি : সংশোধিত রেলওয়ে নিয়োগবিধি ২০২০’র মাধ্যমে বাংলাদেশ রেলওয়ের পোষ্য ও শ্রমিক-কর্মচারীদের অধিকার গলাটিপে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটির সভাপতি মোঃ মনিরুজ্জামান মনির।
১৬ ফেব্রুয়ারি ১১টায় ২৩ তোপখানা রোডস্থ বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটি কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির সভায় তিনি এ কথা বলেন।
মোঃ মনিরুজ্জামান মনির বলেন, “রেলওয়ের বিভিন্ন পদে সরাসরি যে জনবল নিয়োগ হতে যাচ্ছে; সেই সকল নিয়োগ কমিটিতে নিয়োগ বিধি ১৯৮৫ রুলস মোতাবেক সংশোধিত নিয়োগবিধি ২০২০ পুনরায় সংশোধন করে রেলওয়ের ভিতর থেকেই সৎ ও যোগ্য কর্মকর্তাদের সমন্বয়ে নিয়োগের জন্য বাছাই কমিটি গঠন করতে হবে। রেলওয়ের দক্ষ ও অভিজ্ঞ শ্রমিক প্রতিনিধিদের সাথে আলোচনাপূর্বক শ্রমিক বান্ধব রেলওয়ে নিয়োগ বিধি প্রণয়ন করতে হবে। জনবল নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে নিয়োগ বিধি ১৯৮৫ এর আলোকে ৪০% কোটা সংরক্ষণ ও বাস্তবায়ন, ব্লকপোষ্ট বাতিল, অসৎ সুবিধা নিয়ে টিএলআর/ অস্থায়ী পদে জনবল নিয়োগ বন্ধ করে রেলওয়ে পোষ্যদের অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ দিতে হবে।”
তিনি আরো বলেন, “কর্মরত অবস্থায় মৃত্যুবরণকারী শ্রমিক কর্মচারীদের সন্তানদের বিভাগীয় তদন্ত সাপেক্ষে দ্রুততম সময়ে নিয়োগ সম্পন্ন করতে হবে। রেলওয়ে কল্যাণ ট্রাস্টের মাধ্যমে ব্যবসায়ী সংগঠন/সমিতিকে কল্যাণ ফান্ড গঠনের জন্য রেলওয়ের ভূমি লিজ প্রদান প্রক্রিয়া পুনর্গঠন এবং রেলওয়ে পোষ্য সোসাইটিকে একই প্রক্রিয়ায় রেলওয়ে পোষ্য সুপার মার্কেটের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ভূমি লিজ প্রদান করতে হবে।”
রেলওয়ে পোষ্য সোসাইটির সভাপতি আরো বলেন, “বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের ন্যায় রেলওয়ে পোষ্য সোসাইটিকে রেলওয়ে পোষ্য মেডিকেল কলেজ হাসপাতাল, স্কুল-কলেজ, মৎস্য ও কৃষি প্রকল্পের মাধ্যমে বেকার রেলপোষ্যদের কর্মসংস্থান ও রেলওয়ে শ্রমিক-কর্মচারীর সন্তানদের স্বল্প ব্যয়ে পড়াশোনার সুবিধার্থে রেলওয়ের ভূমি লীজ প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, রেলয়ে হাসপাতালকে আধুনিক হাসপাতালে রূপান্তরিত করে রেল শ্রমিক-কর্মচারীদের চিকিৎসা সেবা নিশ্চিতকরণ, অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারীদের আবাসনের জন্য ১০ শতক করে ভূমি বরাদ্দ, অংশীদারিত্বের ভিত্তিতে পিপিপি’র আওতায় রেলওয়ে পোষ্য সোসাইটিকে ভূমি বরাদ্দ দেওয়ার দাবি সহ অধিকার বঞ্চিত রেলওয়ে পোষ্যদের অধিকার প্রতিষ্ঠায় ২৪ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনের মাধ্যমে কঠোর কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছে।”
সভায় উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য মহিউদ্দিন সাগর, আমজাদ হোসেন বাবু, হুমায়ুন কবির রাব্বি, মোঃ সাইদুজ্জামান, দেলোয়ার  হোসেন সরকার বাপ্পি, মোঃ মাহাবুবু রহমান মানিক প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com