গাজীপুর : গাজীপুরের বড়বাড়ি কুনিয়া এলাকায় চোর সন্দেহে মানসিক রোগী এক নারীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত নারী কুমিল্লা জেলার মৃত সুলতান মিয়ার মেয়ে এসনেহার বেগম (৪০)। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) কুনিয়া এলাকার গাজীপুর মহানগর আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শহীদুল্লাহ বাড়িতে পিটিয়ে হত্যার ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, শুক্রবার সকাল ৯টায় নিহত এসনেহারকে চোর সন্দেহে পিটুনি দেয় অজ্ঞাতনামা লোকজন। গুরুতর আহত অবস্থায় এলাকাবাসী তাকে প্রথমে তাইরুন্নেছা মেডিকেল কলেজে নিয়ে গেলে দুপুরে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালেপাতালে প্রেরণ করে। হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত নারীর স্বজনরা দাবি করেন, এসনেহার বেগম দীর্ঘদিন মানসিক রোগে ভুগছেন। চুরির সাথে কোনোভাবেই তিনি সম্পৃক্ত নন। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি স্বজনদের।
এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানার এসআই শরিফুল ইসলাম জানান, চোর সন্দেহে পিটুনি দিলে এলাকাবাসী উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি, কি কারনে এই ঘটনা ঘটেছে। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।