1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৪:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ন্যূনতম সংস্কার শেষে নির্বাচন চাই: মির্জা ফখরুল শিল্পী সমিতি থেকে আজীবনের জন্য বহিষ্কার হলেন নিপুণ হত্যাসহ ৪ মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা সাংবাদিক বাবু কারাগারে বাইডেন আমলের সব নির্বাহী আদেশ বাতিল করলেন ট্রাম্প তথ্য লুকিয়ে পলকের আইটি পার্ক, গচ্চা ১১৩৩ কোটি টাকা জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকীতে ঝিনাইগাতী বিএনপি নেতার শ্রদ্ধাঞ্জলি অন্তর্বর্তী সরকারের প্রতি মার্কিন সমর্থন অব্যাহত থাকবে: চার্জ দ্য অ্যাফেয়ার্স চিকিৎসককে ধর্ষণ-খুন: আদালতের রায়ে ক্ষুব্ধ তারকারা মেডিকেলে কোটায় উত্তীর্ণ ১৯৩ জনের ফল স্থগিত আমেরিকার স্বর্ণালি যুগের শুরু: অভিষেক ভাষণে ট্রাম্প

না.গঞ্জে ৪ শ্রমিক হত্যা: ২ জনের মৃত্যুদণ্ড, ৯ আসামির যাবজ্জীবন

  • আপডেট টাইম :: রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২১

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলীতে চার বাল্কহেড শ্রমিক হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড ও নয়জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের বিশেষ ট্রাইব্যুনাল-৭ আদালতের বিচারক মোসাম্মৎ সাবিনা ইয়াসমিন সাত আসামির উপস্থিতিতে এই আদেশ দেন। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিদের প্রত্যেককে নগদ ৫০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, বাল্কহেডের দুই ফিডারম্যান (ইঞ্জিনমিস্ত্রী) তাজুল ইসলাম ও মহিউদ্দিন। দণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে চারজন পলাতক রয়েছেন। রায় ঘোষণার পর আসামির স্বজনরা আদালতে কান্নায় ভেঙে পড়েন।

মামলার এজাহারের বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুর রহমান জানান, ২০০৮ সালের ২১ সেপ্টেম্বর শাহপরাণ নামের বাল্কহেড নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলী এলাকায় ধলেশ্বরী নদীতে ইঞ্জিন নষ্ট হয়ে থেমে যায়। বাল্কহেডটি মেরামত করার জন্য এর চালক দুই ফিডারম্যান তাজুল ইসলাম ও মহিউদ্দিনকে ফোন করে ডেকে আনেন। মেরামত শেষে বাল্কহেডটি সচল হলে দুই ফিডারম্যান সেটি পরীক্ষা করার কথা বলে রাতে পূর্বপরিকল্পিতভাবে ডাকাতদের যোগসাজশে বক্তাবলীর চরে নিয়ে থামিয়ে দেয়। ওইদিন রাতের কোনো এক সময় দুই ফিডারম্যান সহযোগীদের সঙ্গে নিয়ে চালক নাসির মিয়া, কর্মচারী মঙ্গল, ফয়সাল ও হান্নানকে হাত-পা বেঁধে গলাকেটে হত্যা করে লাশ নদীতে ফেলে দেয়। পরে মেঘনা নদী থেকে নাসির এবং মঙ্গলের লাশ উদ্ধার হলেও ফয়সাল ও হান্নানের লাশ পাওয়া যায়নি।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুর রহমান বলেন, এই রায়ে নিহতের পরিবার সঠিক বিচার পেলো। তিনি রায় দ্রুত কার্যকর করার দাবি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com