নালিতাবাড়ী (শেরপুর) : ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ, শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে শেরপুরের নালিতাবাড়ীতে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে আনুষ্ঠানিক ভাবে এসব বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুমের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু। সহকারী কমিশনার ভূমি সঞ্চিতা বিশ্বাসের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোজাম্মেল হক, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আব্দুস সবুর, সাধারণ সম্পাদক ফজলুল হক, অর্থ সম্পাদক গোপাল চন্দ্র সরকার, একাডেমিক সুপারভাইজার শাহ জামাল, ইউপি চেয়ারম্যান শহীদ উল্লাহ তালুকদার মুকুল প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় উপজেলার বিভিন্ন এলাকার দশজন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীর মাঝে ৭৫ হাজার টাকা ব্যয়ে দশটি বাইসাইকেল, ৫৬ জন শিক্ষার্থীর মাঝে মোট ১লাখ টাকার শিক্ষা উপকরণ ও ব্যাংক একাউন্টের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ের ২০৭ জন শিক্ষার্থীর ২শ টাকা করে, মাধ্যমিক বিদ্যালয়ের ৩৯৪ জন শিক্ষার্থীর মাঝে ৫শ টাকা করে, উচ্চমাধ্যমিক পর্যায়ের ৭৭জন শিক্ষার্থীর মাঝে ৮শ টাকা করে মোট ৩লাখ টাকার শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়।