নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভোগাই নদীতে অভিযান চালিয়ে শ্যালুচালিত ৬টি ড্রেজার ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৯ মার্চ) বিকেলে নাকুগাঁও এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলেনা পারভিন এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্চিতা বিশ্বাস যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।
সূত্র জানায়, প্রশাসনের নিষেধাজ্ঞা সত্বেও কতিপয় বালু ব্যবসায়ী ভোগাই নদীর নাকুগাঁওসহ বিভিন্ন এলাকায় নিয়ম-নীতি উপেক্ষা করে বালু উত্তোলন চালিয়ে আসছিল। এরই প্রেক্ষিতে বিকেলে ভোগাই নদীর নাকুগাঁও এলাকায় উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালায়। অভিযানকালে বালু উত্তোলনে জড়িতরা নদী সাঁতরে পালিয়ে গেলেও তাদের ব্যবহৃত ৬টি শ্যালু চালিত ড্রেজার বা খনন যন্ত্র ধ্বংস করা হয়। একইসঙ্গে উত্তোলিত প্রায় ৩০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভিন জানিয়েছেন, আগামীকাল বুধবার জব্দকৃত এসব বালু প্রকাশ্যে নিলামে বিক্রি করা হবে।