1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতিতে নিখোঁজের ৬ দিন পর সেপটিক ট্যাংক থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার বঙ্গোপসাগরে কার্গো জাহাজডুবি, ১২ নাবিক নিখোঁজ বাংলাদেশের উন্নতি দেখে এখন লজ্জিত হই: পাকিস্তানের প্রধানমন্ত্রী জিআই স্বীকৃতি পেলো টাঙ্গাইল শাড়িসহ ১৪ পণ্য বাস চাপায় দুই শিক্ষার্থী নিহত: অনির্দিষ্টকালের জন্য চুয়েট বন্ধ ঘোষণা, হল ছাড়ার নির্দেশ পবিত্র ভোটের মাধ্যমে নালিতাবাড়ীতে থাকার সুযোগ চাইলেন হাজি মোশারফ গাজায় গণকবর: স্বাধীন তদন্তের নির্দেশ জাতিসংঘের, দাবি আন্তর্জাতিক সংস্থাগুলোর ৪১.৬ ডিগ্রিতে তাপমাত্রা, ১৬ জেলায় তীব্র তাপপ্রবাহ নালিতাবাড়ীতে ছাগলে ধানক্ষেত খাওয়াকে কেন্দ্র করে বাড়িঘরে হামলা, মারধর র‌্যাবের ১২তম মুখপাত্র হলেন কমান্ডার আরাফাত ইসলাম

নদীর দখল ও দূষণ রোধে নদী রক্ষা কমিশনের স্বাধীনতা চাইলো সবুজ আন্দোলন

  • আপডেট টাইম :: সোমবার, ১৫ মার্চ, ২০২১

প্রেস বিজ্ঞপ্তি: পরিবেশবাদী সামাজিক সংগঠন সবুজ আন্দোলন জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিপর্যয় নিয়ে কাজ করছে। নদীর দখল ও দূষণ রোধে স্বাধীন নদী রক্ষা কমিশন বাস্তবায়নের দাবি জানিয়ে গণমাধ্যম এর উদ্দেশ্যে আজ ১৪ মার্চ রোববার দুপুরে ‘বিশ্ব নদী কৃত্য দিবস’ উপলক্ষে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানান সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদের চেয়ারম্যান বাপ্পি সরদার।

বাপ্পি সরদার বলেন, বাংলাদেশ স্বাধীন হয়েছে আজ ৫০ বছর। দেশের জনগণ কতটা স্বাধীন হয়েছে সে প্রশ্ন আজ নাই বা করলাম কিন্তু একটি নদীও যে স্বাধীন নয় সেটি দিবালোকের মত সত্য। সারা বাংলাদেশের প্রত্যেকটি নদী দখল ও দূষণে জর্জরিত। অন্যায়ের দায়ভার স্বাধীনতার পর থেকে যতগুলো রাজনৈতিক দল ক্ষমতায় এসেছেন তারা এড়াতে পারেন না। মানুষ যেমন তার মৌলিক অধিকার ভোগ করে, নদীর যেহেতু একটি জীবনসত্তা আছে নদীও তার মৌলিক অধিকার ভোগ করবে। এ ক্ষেত্রে সরকার ও সাধারণ মানুষের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বিজ্ঞপ্তিতে সংগঠনের পক্ষ থেকে নদীর দখল ও দূষণ রোধে বেশ কিছু প্রস্তাবনা বাস্তবায়নের দাবি জানানো হয়:
১) স্বাধীন ও ক্ষমতা সম্পন্ন জাতীয় নদী রক্ষা কমিশন বাস্তবায়ন।
২) সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রণয়ন ও লোকবল বৃদ্ধি করতে হবে।
৩) অর্থ বরাদ্দ বৃদ্ধি, নিয়মিত প্রশিক্ষণ পরিচালনা, একাডেমিক শিক্ষা পদ্ধতি গড়ে তোলা।
৪) বাংলাদেশ পুলিশের আলাদা একটি ইউনিট নদী রক্ষা কমিশনের মাধ্যমে পরিচালিত করা।
৫) দূষণ কারীদের সর্বোচ্চ শাস্তির আওতায় আনা।
৬) নদীর দূষণ বন্ধে সিইটিপির ব্যবহার বাড়াতে বাইপাস ক্যানেল পদ্ধতি নিশ্চিত করতে হবে।
৭) জাতীয় নদী রক্ষা কমিশন ও সকল পরিবেশবাদী সংগঠনকে একত্রিত করে যৌথ কমিশন গঠন করতে হবে।
৮) প্রত্যেকটি নদীর সীমানা পিলার নির্ধারণ করতে হবে।
৯) দেশের সকল বড় বড় নদীর ব্যবহার বাড়াতে নদী বন্দর নির্মাণ ও নদী খননে দুর্নীতি বন্ধ করতে হবে।
১০) নদীর উৎমুখ নিরাপদ রাখতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com
error: Content is protected !!