শ্রীবরদী (শেরপুর) : শ্রীবরদীতে নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ১০১ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উৎযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচীর আয়োজন করে।
ভোরে ৩১ বার তোপধ্বনি, সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচী শুরু হয়। সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তাক অর্পণ করেন শেরপুর-৩ (শ্রীরবদী-ঝিনাইগাতী) এলাকার সংসদ সদস্য এ.কে.এম ফজলুল হক, উপজেলা পরিষদ চেয়ারম্যান এ.ডি.এম শহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার, শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক, অরাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃীবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন।
পরে উপজেলা পরিষদ চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তারের সভাপত্বিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শেরপুর-৩ (শ্রীরবদী-ঝিনাইগাতী) এলাকার সংসদ সদস্য এ.কে.এম ফজলুল হক।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এ.ডি.এম শহিদুল ইসলাম। এ সময় বক্তব্য দেন, পৌর মেয়র মোহাম্মদ আলী লাল মিয়া, আ’লী নেতা এম.এ মতিন, বীরমুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, উপজেলা মৎস্য অফিসার সাইদুর রহমান প্রমুখ।
আলোচনা সভা শেষে চিত্রাংকন ও রচনা প্রতিযোগীতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতা শেষে বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে উপজেলা প্রশাসন।