শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে মনজু (২২) নামে এক মানসিক বিকারগ্রস্ত যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ এপ্রিল) সকালে উপজেলার কর্ণঝোড়া বগুলাকান্দি এলাকা থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। সে কর্ণঝোড়া বগুলাকান্দি এলাকার মিনাল মিয়ার ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, মনজু মিয়া দীর্ঘদিন যাবত মানসিক সমস্যায় ভোগছিল। এ কারণে প্রায় এক বছর আগে তার স্ত্রী তাকে ছেড়ে চলে যায়। ফলে বাড়িতে দাদী তারাফুলের সাথে থাকত মনজু। বুধবার দিবাগত রাতের কোন এক সময় মনজু রশি দিয়ে নিজ বসতঘরের ধরনার সঙ্গে ফাঁস দেয়। বৃহস্পতিবার সকালে তার ঝুলন্ত লাশ খোঁজ হয়। পরে সংবাদ পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর মর্গে পাঠায়।