মুক্তার হোসাইন : ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন নালিতবাড়ী শাখার আয়োজনে পথচারীদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়েছে শেরপুরের নালিতাবাড়ীতে।
বৃহস্পতিবার (১ এপ্রিল) বেলা ১১টায় শহরের উত্তর বাজার চৌরাস্তা মোড়ে করোনা সংক্রমণ প্রতিরোধে এসব মাস্ক বিতরণ করা হয়। এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক, ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি রেজাউল করিম বাদল, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ ইমরান, নালিতবাড়ী শাখার উপদেষ্টা লাল মোহাম্মদ শাহজাহান, মঞ্জুরুল আহসান, বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি সাইফুল ইসলাম, বাংলার কাগজ এর প্রকাশক সম্পাদক মনিরুল ইসলাম মনির, ভোরের কাগজ প্রতিনিধি জাহাঙ্গীর আলম, বাংলার কাগজ এর বার্তা সম্পাদক ও রিপোর্টার্স ক্লাব নালিতাবাড়ীর সাধারণ সম্পাদক আবু জাফর, সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন নালিতাবাড়ী শাখার সভাপতি মোক্তার হোসাইন মুক্তা, সহ-সভাপতি ফিরোজ চৌধুরী, সাধারণ সম্পাদক দৌলত হোসেন, সহসম্পাদক মিলন, দপ্তর সম্পাদক আজিনুর রহমান, প্রচার সম্পাদক হাকিম আজিজ প্রমুখ উপস্থিত ছিলেন।