শফিউল আলম লাভলু, স্টাফ রিপোর্টার: শেরপুরের নকলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১ মার্চ) সন্ধায় উপজেলার নয়াবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন যুবলীগের আয়োজনে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
টালকী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমানের সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, মেয়র হাফিজুর রহমান লিটন, জেলা আওয়ামী যুবলীগের সভাপতি আলহাজ্ব মো. হাবিবুর রহমান হাবিব, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী যুবলীগের আহব্বায়ক মো. রফিকুল ইসলাম সোহেল প্রমুখ।
এসময় উপজেলা আওয়ামী লীগ ও তার সহযোগি অঙ্গসংগঠনের নেতৃবৃন্ধরা উপস্থিত ছিলেন। পরে টেলিভিশন শিল্পী লায়লার পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।