আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) : দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলাধীন জমিদারপাড়া বালুমহাল ইজারা বন্ধে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ও মুক্তারপুর থেকে ডাঙ্গাপাড়া পর্যন্ত এক দীর্ঘ মানববন্ধন এর আয়োজন করে এলাকাবাসী।
বৃহস্পতিবার বিকেল চারটায় ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি এনামুল হক মানববন্ধনের সাথে একাত্মতা প্রকাশ করে বলেন, বালুমহাল ইজারা দেওয়ায় রাস্তাঘাটের ব্যাপক ক্ষতিসাধন হয়েছে। একটি সরু রাস্তা হওয়ায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। এ পর্যন্ত কয়েক জন দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন। বিষয়টি বিবেচনা করে বালুমহাল ইজারা বাতিল করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিতে মমতাময়ী বঙ্গবন্ধু কন্যার হস্তক্ষেপ কামনা করছি।
মানববন্ধন শেষে এলাকাবাসীর পক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিয়াজ উদ্দিন এর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন শ্রী রাখাল মোহন চৌধুরী।