রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় আসবাবপত্র তৈরীর অজুহাতে ইউএনও অফিস চত্বর থেকে বন বিভাগের অগোচরে ১০-১২টি বড় সাইজের রেইনট্রি, চাম্বল প্রজাতির গাছ কেটে করাতকলে পাঠিয়েছেন ইউএনও আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক। নৈশ প্রহরীকে দিয়ে রাতের আধাঁরে এসব গাছ পাঠান তিনি।
ইউএনও’র এহেন কর্মকান্ড নিয়ে অফিস পাড়ায় কানা-ঘুঁষার পর গণমাধ্যমকর্মীদের কাছে গাছ কাটার বিষয়ে ইউএনও বলেন, গাছ কাটা হয়নি। ঝড়ে পড়ে যাওয়া গাছ সরিয়ে ফেলা হয়েছে। যা দিয়ে প্রোগ্রামের ফার্ণিচার বানানো হবে। বিষয়টি উপজেলা চেয়ারম্যান অবগত আছেন।
বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র থেকে জানা যায়, কক্সবাজার এলএ অফিসে নানা বিতর্কের পর পদোন্নতি পেয়ে কলাপাড়ায় ইউএনও হিসেবে যোগদান করেন আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক। করোনা পরিস্থিতির শুরুতে দুস্থদের জন্য বরাদ্দকৃত সরকারী সেবা দিয়ে হিরো হন তিনি। এরপরই ক্রমশ আলোচনায় আসেন। গুঞ্জন ওঠে পিআইও কর্মকর্তার সাথে আঁতাত করে দুস্থদের চাল কালোবাজারে বিক্রীর। এরপর পিআইও অফিসের ১ কোটি ১২ লাখ টাকার প্রকল্প কাজ না করে উত্তোলন করায় ফেঁসে যান ওই পিআইও। পরে সরকারী কোষাগারে জমা দিয়েও শেষ রক্ষা হয়নি তার। এবার স্বাধীনতা দিবসের অনুষ্ঠান উদযাপনে সরকারী ফান্ডের কয়েক লাখ টাকা উত্তোলন ও অগোচরে বনবিভাগের গাছ কেটে ফের আলোচনায় আসেন ইউএনও আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক।
সূত্র আরও জানায়, সম্প্রতি ইউএনও চত্বরের পূর্বদিক থেকে ১০-১২টি বড় সাইজের রেইনট্রি ও চাম্বল প্রজাতির প্রায় ১২০ কেভি গাছ, যার আনুমানিক মূল্য প্রায় ৪০ হাজার টাকা। এসব গাছ রাতের আঁধারে এক নৈশ প্রহরীকে দিয়ে করাতকলে পাঠান ইউএনও।
নাম প্রকাশ না করার শর্তে শহরের একটি করাতকল মালিক জানান, সিপিপি অফিসের নৈশ প্রহরী সেন্টু শুক্রবার (২৬মার্চ) একটি রেইনট্রি গাছ টমটমযোগে উসুয়ে বাবুর স’ মিলে চিরাই করার জন্য আনে।
কলাপাড়া রেঞ্জ অফিসের বন কর্মকর্তা আব্দুস সালাম বলেন, সরকারী অফিসের ঝড়ে পড়া গাছ হলেও নিয়ম অনুযায়ী তা অপসারনের জন্য লিখিতভাবে জানাতে হবে। কিন্তু এ বিষয়ে আমাকে কিংবা জেলা বন কর্মকর্তাকে অবহিত করা হয়নি।
এ বিষয়ে ইউএনও আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক সাংবাদিকদের বলেন, ঝড়ে পড়ে যাওয়া গাছ সরানো হয়েছে। যা দিয়ে প্রোগ্রামের ফার্ণিচার বানানো হবে। বিষয়টি উপজেলা চেয়ারম্যান সাহেব জানেন।
উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম রাকিবুল আহসান বলেন, গাছগুলো নির্মাণাধীন পিআইও অফিসের পেছনের খালে পড়ে আছে। যার দু’একটি গাছ ফার্ণিচারের কাজে লাগতে পারে। বাকীগুলো লবণাক্ততায় নষ্ট হওয়ায় লাকড়ি ছাড়া আর কিছুই হবে না।