রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় অপহরনের নাটক করে অবশেষে থানা থেকে মুচলেকা দিয়ে রক্ষা পেলেন নীলগঞ্জ ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মো: মোস্তফা কামালসহ ভুক্তভোগী জয়নাল আবেদীন। পুলিশ আত্মগোপনকারীকে উদ্ধার করেছে। জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে সাজানো ও মিথ্যা অপহরণ নাটক।
পুলিশ সূত্রে জানা যায়, নীলগঞ্জ ইউনিয়নের আমিরাবাদ গ্রামের অধিবাসী জয়নাল (২৫)কে অপহরণ করেছে লালুয়া ইউনিয়নের অধিবাসী রুজেলসহ তার সহযোগীরা। এ বিষয় মোস্তফা কামাল জয়নালের স্ত্রী সোনিয়া বেগমকে দিয়ে ৩০ মার্চ দুপুরে ৯৯৯ নম্বরে ফোন করে অভিযোগ দিলে কলাপাড়া থানা পুলিশ জয়নালকে পটুয়াখালীর দুমকি থেকে ৩১ মার্চ উদ্ধার করে ঘটনার সাথে জড়িতদের থানায় নিয়ে আসে। পরে ঘটনাপ্রসঙ্গে প্রমাণিত হয়, মোস্তফা কামাল এবং জয়নাল পরিকল্পিতভাবে অপহরণের নাটক সাজিয়েছে রুজেলকে হয়রানি করার উদ্দেশ্যে। এদের সাথে টাকা-পয়সা লেনদেনের সম্পর্ক ছিল রুজেলের।
কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো: আসাদুর রহমান ও উপ-পরিদর্শক সুকণ্ঠ দে সাংবাদিকদের জানান, এ ঘটনায় কলাপাড়া থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। বিষয়টি পরিস্কার হওয়ায় থানা পুলিশ মোস্তফা কামাল এবং জয়নালকে মুচলেকা নিয়ে তাদের মুক্তি দেয়।