1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৯:০৪ অপরাহ্ন

কামড়ে পালানোর চেষ্টা : শ্রীবরদীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট টাইম :: শুক্রবার, ২ এপ্রিল, ২০২১

মোহাম্মদ দুদু মল্লিক, স্টাফ রিপোর্টার : শেরপুরের শ্রীবরদীতে জেলা গোয়েন্দা শাখা পুলিশের অভিযানকালে এক পুলিশ সদস্যকে কামড়ে পালানোর চেষ্টাকালে তপন চন্দ্র বর্মন (২৫) কে আটক করেছে পুলিশ। একইসঙ্গে তার সাথে থাকা অপর মাদক ব্যবসায়ী মিজানুর রহমান (৪০) কেউ আটক করা হয়। গত বুধবার (৩১ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার রাণীশিমুল ইউনিয়নের ভটপুর এইচইউ স্কুলমাঠে এ ঘটনা ঘটে। ধৃত দুই মাদক ব্যবসায়ীর কাছ থেকে ১শ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, ডিবির ওসি মনিরুল আলম ভূঁইয়ার নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবির উপ-পরিদর্শক মঞ্জুরুল হক, উপ-সহকারি পরিদর্শক মাশরুক সিদ্দিকী ও এএসআই জুয়েল সঙ্গীয় ফোর্সসহ বুধবার রাতে ভটপুর এইচইউ স্কুলমাঠে মাদক ব্যবসায়ীদের আটক করতে অভিযান চালান। এসময় ওই দুই মাদক ব্যবসায়ীকে আটক করে দেহ তল্লাশী করার সময় তপন চন্দ্র বর্মন ডিবির কনস্টেবল আব্দুর রফিকের হাতে কামড়ে পালানোর চেষ্টার করে। কিন্তু ডিবির এই নাছোরবান্দা কনস্টেবল তপনকে ঝাপটে ধরে ফেলে। পরে তার দেহ তল্লাশী করে ৬০পিস ইয়াবা এবং অপর মাদক ব্যবসায়ী মিজানুর রহমানের কাছ থেকে ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি)র ওসি মনিরুল আলম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, আটক দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে শ্রীবরদী থানায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com