শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে সেফটি ট্যাঙ্ক নির্মাণ করতে গিয়ে গর্তে মাটিচাপা পড়ে লোকমান (৩০) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২ এপ্রিল) দিবাগত রাত এগারোটার দিকে শ্রীবরদী শহরের সাতানি শান্তিবাগ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত লোকমান উপজেলার মামদামারী নয়াপাড়া গ্রামের বাদশা আলীর ছেলে।
সূত্র জানায়, দুই ছেলে ও এক কন্যা সন্তানের জনক লোকমান কৃষিকাজের পাশাপাশি মাটি কাটার কাজ করে। শুক্রবার স্থানীয় পল্লী বিদ্যুতের লাইনম্যান মাসুদের বাড়িতে সেফটি ট্যাঙ্ক এর নির্মাণকাজ করছিল। ট্যাঙ্কের গর্তে ইটের গাঁথুনি করার সময় আকস্মিক উপর থেকে মাটি ধ্বসে পড়লে লোকমান চাপা পড়ে। পরে দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লোকমানকে মৃত বলে ঘোষণা করেন।