শেরপুর : শেরপুরে ব্রহ্মপুত্র নদের ব্রিজের নিচ থেকে আরাফাত নামে আট বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার (৩ এপ্রিল) বেলা তিনটার দিকে সদর থানা পুলিশ ওই লাশ উদ্ধার করে। তবে সঙ্গে থাকা অপর শিশু সিয়াম এখনও নিখোঁজ রয়েছে।
পুলিশ জানায়, শেরপুর সদর উপজেলার নন্দীরজোত পোড়ার দোকান এলাকার মোতালেব এর শিশুপুত্র আরাফাত (৮) ও তারই মামা অপর শিশু সিয়াম (১০) শুক্রবার বিকেল সোয়া চারটার দিকে নিজ বাড়ি থেকে নানাবাড়ি রামেরচরের উদ্দেশ্যে বের হয়। এরপর তাদের কেউ আর বাড়ি না ফেরায় রাতে স্বজনেরা খোঁজাখুঁজি করেও পায়নি।
এদিকে ব্রহ্মপুত্র নদের ব্রিজের নিচে আরাফাতের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা ৯৯৯ এ ফোন দিলে বিকেল তিনটার দিকে পুলিশ লাশ উদ্ধার করে। তবে সঙ্গে থাকা আরাফাতের মামা অপর শিশু সিয়ামের এখনও সন্ধান পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করে শেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, আরাফাতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অপর শিশু সিয়ামকে সন্ধানে পুলিশ কাজ করছে।