শেরপুর : বার্ধক্যজনিত নানা রোগে ভোগে অবশেষে গলায় নিজ পড়নের শাড়ি পেচিয়ে আত্মহত্যা করেছে নিলুফা বেগম (৭০) নামে এক বৃদ্ধা। শনিবার (৩ এপ্রিল) ভোরে শেরপুর সদর উপজেলার চরখারচর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, চরখারচর পশ্চিমপাড়া গ্রামের মৃত ফজর আলীর স্ত্রী নিলুফা বেগম দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত সমস্যাসহ নানা রোগে ভোগছিলেন। শনিবার ভোরে বাড়ির লোকেদের অজান্তে নিজ ঘরের ধর্ণার সাথে পড়নের শাড়ির ওড়না পেচিয়ে আত্মহত্যা করেন তিনি। কিছুক্ষণ পর বাড়ির লোকজন বিষয়টি খোঁজ পেলে পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।