নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় বিদ্যুতের কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে আল আমিন নামে (১৪) এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার (৩ এপ্রিল) দুপুরে উপজেলার নারায়নখোলা বেপারীপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নারায়নখোলা গ্রামের মনোয়ার হোসেনের ছেলে আল আমিন শনিবার নারায়নখোলা বেপারীপাড়ার জনৈক হাফিজের বাড়িতে বিদ্যুতের কাজ করতে যায়। কাজ করা অবস্থায় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে পড়লে ঘটনাস্থলেই সে প্রাণ হারায়। চন্দ্রকোনা পুলিশ তদন্ত কেন্দ্রের তদন্তকারী কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।