রফিকুল ইসলাম, যশোর : বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ৮৫ সংসদ যশোর ১শার্শা থেকে বার বার নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত আলহাজ্ব তবিবর রহমান সরদার এর ১১তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে শার্শা উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতা কর্মীদের উপস্থিতিতে শনিবার বিকালে নাভারণ কাছারি জামে মসজিদে বাদ আছর মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।
এ সময় দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলার সরদার বারিপোতা গ্রামের কৃতি সন্তান শার্শা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও যশোর জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সালেহ আহম্মদ মিন্টু, উপজেলা আওয়ামী লীগের কোষাধক্ষ ওহিদুজ্জামান ওহিদ, শার্শা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও শার্শা সদর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, শার্শা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোরাদ হোসেন, নাভারন কলেজের অবসর প্রাপ্ত ক্রীড়া শিক্ষক কামারুল ইসলাম, প্রভাষক মোমিনুর রহমান, প্রভাষক দেলোয়ার হোসেন ও নাভারণ কলেজ ছাত্রলীগের সভাপতি আবু হুরায়রাই জয় ও ছাত্রলীগ নেতা আরমান প্রমূখ।