শেরপুর : শেরপুর পৌরসভার ঢাকলহাটি মহল্লার আরবি রাইস মিলের গোডাউনের চালের উপর থেকে মারুফ (১৪) নামে এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (৪ এপ্রিল) সকালে স্থানীয় লোকদের খবরের ভিত্ততিতে পুলিশ ওই কিশোরের লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে।
পারিবারিক সূত্র জানায়, গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে মারুফ বাড়িতে ভাত খাওয়ার পর তার মুঠোফোনে কল এলে সে বাড়ি থেকে বেরিয়ে যায়। কিন্তু রাত গভীর হলেও মারুফ বাড়িতে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে ব্যর্থ হয়। পরবর্তী আজ রবিবার সকালে স্থানীয় লোকজনের কাছে খবর পায় যে আরবি রাইস মিলে একটি লাশ পাওয়া গেছে। পরে সেখানে গেলে তারা মারুফের লাশ বলে সনাক্ত করে। পরিবারের ধারণা, কেউ ডেকে নিয়ে মারুফকে হত্যা করেছে।
এদিকে খবর পেয়ে থানা পুলিশ মারুফের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর মর্গে পাঠিয়েছে।
বিঃ দ্রঃ- ঝড়ে বিদ্যুৎ না থাকায় এমএস ওয়ার্ডে পাঠানো গেল না