স্টাফ রিপোর্টার: বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন বর্ষীয়ান রাজনীতিবিদ হালুয়াঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির অন্যতম যুগ্ম আহবায়ক আলহাজ্ব আলী আজগর।
শনিবার দুপুরে হালুয়াঘাট আদর্শ উচ্চ বিদ্যালয়ে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। হাজারো মানুষের অংশগ্রহনে মাঠ পরিপূর্ণ হয়ে যায়। জানাজার আগে মরহুমের কফিনে শ্রদ্ধা নিবেদন করেন ময়মনসিংহ-১ আসনের জাতীয় সংসদ সদস্য জুয়েল আরেং, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি, হালুয়াঘাট উপজেলা বিএনপি ও অংগ সংগঠন, আমদানী রফতানী গ্রুপসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন।
জানাজার পূর্বে বক্তব্য রাখেন- ময়মনসিংহ -২ আসনের সাবেক সাংসদ বিএনপি নেতা শাহ্ শহীদ সারোয়ার, বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক এমপি আবুল বাসার আকন্দ, হালুয়াঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম, নালিতাবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোখছেদুর রহমান লেবু, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব সালমান ওমর রুবেল, হালুয়াঘাট উপজেলার সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ খান, গৌরীপুর উপজেলার সাবেক চেয়ারম্যান তায়েবুর রহমান হিরণ, হালুয়াঘাট পৌর মেয়র খাইরুল আলম ভূঞা প্রমূখ।
বর্ষীয়ান এই নেতা গতকাল শুক্রবার সন্ধ্যা সাতটায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৫ বছর। হালুয়াঘাট উপজেলা বিএনপির সিনিয়র এ নেতার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শোক এবং পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
আলী আজগর ২০০৬ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগদান করেন। পূর্বে তিনি জাসদ ও জাতীয় পার্টির রাজনীতির সাথে জড়িত ছিলেন। তিনি ২ বার হালুয়াঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। গোবরাকুড়া আমদানি-রপ্তানিকারক সমিতির আমৃত্যু মহাসচিব ছিলেন। এছাড়াও হালুয়াঘাট আদর্শ মহিলা মহাবিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক প্রতিষ্ঠান এবং মসজিদ, মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সভাপতির দায়িত্ব পালন করেন।
প্রথম জানাজা শেষে মরহুমের লাশ নেওয়া হয় তার গ্রামের বাড়ি শম্ভুগঞ্জের লক্ষীপুরে। সেখানে বাদ আসর চর লক্ষীপুর কাসিমুল উলুম গোরস্তান মাদ্রাসা ও জামে মসজিদ মাঠে দ্বিতীয় জানাজা শেষে উনার বাবা সাবেক এমপিএ আলহাজ্ব আব্দুল জলিল মিয়ার কবরের পাশে সমাহিত করা হয়।