নালিতাবাড়ী (শেরপুর) : সমাগত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ও করোনা মোকাবেলায় জনসচেতনতামূলক মতবিনিময় সভা করেছে উপজেলা প্রশাসন। সোমবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভিনের সভাপতিত্বে স্থানীয় ব্যবসায়ী, বিভিন্ন দফতরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, ভেজালবিরোধী অভিযান ও করোনা মোকাবেলায় সরকারি নির্দেশনা অনুযায়ী ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনাসহ সংশ্লিষ্ট বিষয়ে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে সহকারী কমিশনার ভূমি সঞ্চিতা বিশ্বাস, পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক, ইউপি চেয়ারম্যান ফারুক আহমেদ বকুল, আব্দুস সবুর, ব্যবসায়ী নেতা বাদল চন্দ্র সাহা, শামছুল আলম সওদাগর, আব্দুল কাদির, সাংবাদিক হাকাম হীরা, আব্দুল মান্নান, মনিরুল ইসলাম মনিরসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা ও ব্যবসায়ী নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।