শ্রীবরদী (শেরপুর) : শ্রীবরদীতে ঝড়ের কবলে পড়ে একই পরিবারের তিন জন আহত হয়েছে। রবিবার (৪ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার দহেরপাড়া এলাকায় ওই ঘটনা ঘটে। আহতরা হলো- শ্রীবরদী সদর ইউনিয়নের মামদারী গ্রামের জয়নাল আবেদীন (৪৫) স্ত্রী ওমেছা বেগম (৪০) ছেলে সুমন মিয়া (১০)। আহতদের মধ্যে সুমন মিয়ার অবস্থা খুবই আশঙ্কা জনক।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, রবিবার শ্রীবরদী সদর ইউনিয়ন পরিষদে স্মার্ট কার্ড (জাতীয় পরিচয় পত্র) বিতরণ করা হয়। জয়নাল আবেদীন তার নিজস্ব অটোরিক্সা নিয়ে স্ত্রী ও ছেলেকে সঙ্গে করে স্মার্ট কার্ড নিতে যান। স্মার্ট কার্ড নিয়ে বাড়ি ফেরার পথে দহেরপাড় এলাকায় হঠাৎ ঝড়ের কবলে পড়ে। এ সময় একটি গাছের বড় ডাল অটোরিক্সার উপর ভেঙ্গে পড়ে রিক্সা ভাংচুর ও তারা গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাহাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডা: জুলফিকার সাইফ বলেন, আহতদের মধ্যে একজনের অবস্থা খুবই আশঙ্কাজনক। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে।