যশোর : যশোরের শার্শা উপজেলার বেনাপোল স্থলবন্দরে লকডাউনের প্রথম দিন সচল রয়েছে আমদানি রফতানি বাণিজ্য, স্বাভাবিক আছে পাসপোর্ট যাত্রী যাতায়াত। তবে বেনাপোল বাজার বেলা বাড়ার সাথে সাথে মানুষর আনাগোনা ।
লকডাউনের প্রথম দিন বেনাপোল স্থল বন্দর দিয়ে ভারতের সাথে আমদানি রপ্তানি বাণিজ্য স্বাভাবিক রয়েছে। সামাজিক দূরত্ব বজায় রেখে সরকারি স্বাস্যবিধি মেনে চলছে আমদানি রফতানি কার্যক্রম। সোমবার সকাল থেকে বেনাপোল পেট্রাপোল বন্দরে মধ্যে স্বাভাবিক নিয়ম চলছে আমদানি রফতানি বাণিজ্য। এছাড়ও বেনাপোল স্থলবন্দরে পন্য ওঠা নামা ও পন্য খালাস প্রক্রিয়া স্বাভাবিক রয়েছে। স্বাভাবিক আছে বেনাপোল ইমিগ্রেশন পাসপোর্ট যাত্রী যাতায়াত।
বেনাপোল ইমিগ্রেশন কর্মকর্তা মেডিকেল অফিসার আজিম উদ্দিন জানিয়েছেন, এ রিপোর্ট লেখা পর্যন্ত ৭০ জন পাসপোর্ট যাত্রী ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে। বেনাপোলে শপিংমলগুলো বন্ধ থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বাজারে বিভিন্ন জায়গা আগত মানুষের আনাগোনা ও লোকসমাগম বেড়ে যাচ্ছে। বেনাপোলে বিভিন্ন সড়কে ইজিবাইক ও ইঞ্জিন চালিত ভ্যান চলতে দেখা গেছে। চায়ের দোকানগুলোতে মানুষের উপস্থিত ছিল পূর্বের ন্যায়। মহামারী করোনাভাইরাস এর কারণে সরকার ঘোষিত সাত দিনের লকডাউন থাকলেও বেনাপোল সাধারণ মানুষের মধ্যে তেমন স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি। তবে পুলিশ প্রশাসনের টহল ও তৎপরতা রয়েছে।