মোহাম্মদ দুদু মল্লিক : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন ও হলরুম সম্প্রসারণ এর নব-নির্মিত ভবন এর শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৫ এপ্রিল) বিকেলে উপজেলা কমপ্লেক্স সম্প্রসারণ প্রকল্প (২য় পর্যায়) এর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম ও উপজেলা নির্বাহী অফিসার রুবেল মাহমুদ।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা প্রকৌশলী মোজাম্মেল হক, উপজেলা কৃষি অফিসার হুমায়ুন কবির, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার ফরহাদ হোসেনসহ সংশ্লিষ্ট কাজের ঠিকাদার।
ভবনটি নির্মাণে প্রাক্কলিত মূল্য ধরা হয়েছে ৭ কোটি ২৪ লাখ উনআশি হাজার সাতশত ছত্রিশ টাকা। আর চুক্তিমূল্য রয়েছে ৬ কোটি ৮ লাখ ৭৯ হাজার ২৫০ টাকা। উপজেলা কমপ্লেক্স সম্প্রসারণ প্রকল্প (২য় পর্যায়) ভবনটির নির্মাণ কাজ করছে জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার মীর হাবিবুল আলম এন্ড লাবনী এন্টারপ্রাইজ। নতুন ভবন নির্মাণ কাজ সমাপ্ত হবে ২০২২ সালের ৯ এপ্রিল। এ নির্মাণ কাজ বাস্তবায়ন করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।