শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে জাহাঙ্গীর আলম হিরা (৫৫) নামে এক কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
সোমবার (৫ এপ্রিল) সকালে উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের নবীনপুর গ্রামে নিহতের বাড়ির বসতঘর থেকে ঝুলন্ত অবস্থায় কৃষকের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত জাহাঙ্গীর আলম হিরা একই এলাকার মৃত রফিজ উদ্দিন সরকারের ছেলে।
সূত্র জানায়, জাহাঙ্গীর আলম হিরা পেশায় কৃষি কাজ করতো। তার স্ত্রী এক ছেলে সোলায়মান (২৫) ও এক মেয়ে সুমী আক্তার (২২)। তারা গাজীপুর জেলার কোণাবাড়িতে থাকে। তিন বছর আগে সে স্ট্রোক করেছিল। সেই থেকে সে মানষিকভাবে ভারসাম্যহীন। জাহাঙ্গীর আলম হীরাও পরিবারের সদস্যদের সাথে কোণাবাড়িতে থাকতেন। মাস দুয়েক আগে সে গ্রামের বাড়িতে চলে এসে বোনের কাছে থাকতেন। সোমবার স্থানীয় মসজিদে ফজরের নামাজ পরে নিজ ঘরে ঢুকে আর বের হয়নি। পরে সোমবার সকাল সাড়ে ৭টার দিকে বাড়ির লোকজন তাকে ঘরের ধরণার সাথে ফাঁসিতে ঝুলতে দেখে থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে।